মাক্বাসিদ আশ্-শারীয়াহ: পরিচিতি, ক্রমবিকাশ ও গুরুত্ব | Maqasid al-Shari'ah: Essence, Evolution and Significance
Journal Title: ইসলামী আইন ও বিচার - Year 2017, Vol 13, Issue 49
Abstract
Maqasid al-Shari‘ah refers to the collective dignified objectives that have been achieved by the rulings of the Shari‘ah. This paper endeavors to make a preliminary study on Maqasid al-Shari‘ah. By using analytical and descriptive methods the paper demonstrates the definition, essence, evolution and significance of Maqasid al-Shari‘ah. Maqasid al-Shari‘ah is considered an integral part of Shari‘ah (Islamic law). The comprehension of the provisions of Islamic law is subject to the realization of Maqasid al-Shari‘ah. Maqasid al-Shari‘ah have been discussed in the holy Qura‘n, Sunnah, the pronouncements of the Companions, as well as in the scripts of earlier Muslim scholars. Imam al-Juwayni [419-478 AH], al-Ghazali [450-505 AH], al-Shatibi [D 790 AH], ‘Izz ibn ‘Abd al-Salam [D 660 AH], etc. are some noteworthy scholars who inaugurated the discussion of Maqasid al-Shari‘ah. Al-Muwafaqat of al-Shatibi is considered the first book written on Maqasid al-Shari‘ah in particular. The prominent Muslim scholar Ibn Taymiyyah and his disciple Ibn Qayyim detailed further the principles of Maqasid al-Shari‘ah. The knowledge of Maqasid al-Shari‘ah is very instrumental in getting the shari (legal) solutions for the issues happen newly in the course of time. The command of Maqasid al-Shari‘ah is indispensable for mujtahid, mufti as well as for the researchers and learners of Islamic law. ইসলামী আইনের যাবতীয় বিধি-বিধানের মাধ্যমে যে সকল মহান লক্ষ্য-উদ্দেশ্যের বাস্তবায়ন নিশ্চিত করা হয়েছে তাই হচ্ছে মাক্বাসিদ আশ্-শারীয়াহ। মাক্বাসিদ আশ্-শারীয়াহ’র প্রাথমিক বিশ্লেষণ নিয়ে বর্তমান প্রবন্ধের অবতারণা করা হয়েছে। বিশ্লেষণ ও বর্ণনামূলক পদ্ধতিতে রচিত বক্ষ্যমাণ প্রবন্ধে মাক্বাসিদ আশ্-শারীয়াহ’র পরিচিতি, ক্রমবিকাশ এবং গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করা হয়েছে। ইসলামী আইন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মাক্বাসিদ আশ্-শারীয়াহ। মাক্বাসিদ আশ্-শারীয়াহ’র জ্ঞানের ওপর ইসলামী আইনের বোধগম্যতা, প্রজ্ঞা, চিন্তার গভীরতা এবং গবেষণার ব্যাপ্তি ইত্যাদি নির্ভর করে থাকে। কুরআন-হাদীসে, সাহাবীগণের বক্তব্যে এবং পরবর্তীতে পূর্বসূরী মুসলিম স্কলারদের লিখনীতে মাক্বাসিদ আশ্-শারীয়াহ’র আলোচনা পাওয়া যায়। মুসলিম স্কলারদের মধ্যে যারা সর্বপ্রথম মাক্বাসিদ আশ্-শারীয়াহ নিয়ে কথা বলেছেন তাদের মধ্যে আল-জুওয়াইনী [৪১৯-৪৭৮ হি.], আল-গাযালী [৪৫০-৫০৫ হি.], আশ-শাতিবী [মৃ. ৭৯০ হি.], আল-ইয্য ইবনে আবদুস সালাম [মৃ. ৬৬০ খি.] রহ. প্রমুখ উল্লেখযোগ্য। ইমাম আশ-শাতিবীর ‘আল-মুওয়াফাক্বাত’ শীর্ষক রচনা মাক্বাসিদ আশ্-শারীয়াহ’র ওপর সর্বপ্রথম স্বতন্ত্র গ্রন্থ হিসেবে বিবেচিত ও সুপরিচিত। যুগশ্রেষ্ঠ মুসলিম স্কলার ইবনে তাইমিয়াহ রহ. এবং তার সুযোগ্য শিষ্য ইবনুল কাইয়িম রহ. মাক্বাসিদ আশ্-শারীয়াহ’র আলোচনা ও বিশ্লেষণকে আরো প্রশস্ত ও বেগবান করেছেন। সময়ের আবর্তনে সংঘটিত বিভিন্ন সমস্যার সমাধান প্রদানের ক্ষেত্রে মাক্বাসিদ আশ্-শারীয়াহ’র জ্ঞান ও উপলব্ধি অত্যন্ত প্রয়োজনীয়। মুজতাহিদ এবং মুফতী থেকে শুরু করে ইসলামী আইনের ছাত্র, শিক্ষক ও গবেষকসহ সকলের জন্য মাক্বাসিদ আশ্-শারীয়াহ’র জ্ঞান অতীব গুরুত্বপূর্ণ।
Authors and Affiliations
Dr. Md. Habibur Rahman
Book Review: ইসলামী অর্থনীতিতে নৈতিকতা ও মূল্যবোধের ভূমিকা
দাওরুল কিয়াম ওয়া আখলাক ফিল ইকতিসাদিল ইসলামি, ড. ইউসুফ আল-কারযাবি, মাকতাবাতু ওয়াহ্বাহ, কায়রো, প্রথম প্রকাশ : ১৯৯৫ খ্রি., পৃষ্ঠা : ৪৪০।
ইবনে খালদুনের আসাবিয়্যাহ তত্ত্ব ও মুসলিম জাতীয়তাবাদের বিকাশধারা|The Asabiyyah Theory of Ibn Khaldun and the Development of Muslim Nationalism
Since ancient times the strong group feeling works as the prime driving force to rise into power and to rule thereby. The dynasties declined as soon as the group feeling became fragile. Ibn Khaldun depicted this issue t...
ক্যাশ ওয়াকফ ও বাংলাদেশের ইসলামী ব্যাংকিং-এ এর অনুশীলন | Cash waqf and its implementation in Islamic banking in Bangladesh
The Waqf system is a representation of the focus of the Islamic system on humanity and social welfare. People can gain benefits from a specific property designated as waqf for generations. In earlier times, only real est...
ইসলামী ব্যাংকিং-এ মুশারাকা বিনিয়োগ: একটি প্রায়োগিক বিশ্লেষণ|Musharaka Investment in Islamic Banking: An Empirical Study
Joint investment and trading system had been an approved way of earning even before the advent of Islam. Islam has allowed this primitive system of trade to continue with some modifications. The authenticity of mushāraka...
ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. ও তাঁর ফিকহী রচনাবলি : একটি পদ্ধতিগত বিশ্লেষণ|Dr. Abdullah Jahangir Rh. and His Fiqhi Literature A Methodological Analysis
Among those intellectuals who have been responsible for disseminating true Islamic knowledge through daʻwah in Bangladesh, Dr. Abdullah Jahangir is the most prominent among them. He strove to formulate his timely vision...